স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অসুস্থ ৩৫ জন পড়ুয়া – ভর্তি এসএসকেএমএ – দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৫,আগস্ট :: ১৫ অগস্ট ২০২৫ শুক্রবার সকালে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে আয়োজিত কুচকাওয়াজের সময় ৩৫ জন পড়ুয়া অসুস্থ হন। তাদের সবাইকে দ্রুত SSKM হাসপাতালে নেয়া হয়।

শুক্রবার রেড রোডের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল তারা। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।

অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে কলকাতার নগরপাল মনোজ ভর্মা এবং উচ্চ পদস্থ চিকিৎসকরা হাসপাতালে এসে পড়ুয়াদের খোঁজখবর নেন । সব পড়ুয়ার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরম, হঠাৎ বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা এর কারণে ডিহাইড্রেশন, সানস্ট্রোক বা তাপজনিত রোগের সম্ভাবনা রয়েছে ।

এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এমন জন জমায়েত, বিশেষ করে গরম আবহাওয়ায়, সঠিক সুরক্ষা ব্যবস্থার (hydration, ছাতা/ক্যাপ, বিরতির ব্যবস্থা) গুরুত্ব কতটুকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − one =