সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: শনিবার ১৬,আগস্ট :: বাংলাজুড়ে ‘ধূমকেতু’ ঝড়ের মাঝেই স্বাধীনতা দিবসের সকালে টলিউড সুপারস্টারের মহাচমক! ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।
এমন আবহেই দেশপ্রেম উসকে রক্তমাখা খড়্গ হাতে ‘রঘু ডাকাত’ দেবের হুঙ্কার। শুক্রবার ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে বহু প্রতীক্ষিত পুজো রিলিজের ব্লকবাস্টার ঝলক দেখালেন অভিনেতা।