নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৭,নভেম্বর :: স্বামীকে ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী।। স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামীর পরিবার।। ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে এক ১৪ বছরের পুত্র সন্তান।।
ঘটনা ঘটেছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের।। ঘটনা কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। হারিয়ে যাওয়া স্ত্রী এবং এক পুত্র সন্তান ও কন্যা সন্তানের খোঁজ চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরের চাঁদপুর গ্রামে গৃহবধূ সারজিনা খাতুনের ১৭ বছর আগে বিয়ে হয় পিন্টু শেখ এর সঙ্গে।
তাদের দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে । গত ১৯ তারিখ নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে, সকাল আটটা নাগাদ ১২ বছরের এক কন্যা সন্তান ও দশ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সারজিনা খাতুন। গৃহবধুর বয়স আনুমানিক ২৬ বছর। গৃহবধূর স্বামী পিন্টু শেখ সেই সময় কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে ছিলেন।।
পরিবারের লোক পিন্টু শেখ কে ফোন করে জানায় তার স্ত্রী নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে, বাড়ি থেকে বেরিয়ে আর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অনুমান কেউবা কারা হইতো পিন্টু শেখের স্ত্রীকে তার এক পুত্র সন্তান ও কন্যা সন্তান সমেত ভুল বুঝিয়ে কোথাও নিয়ে চলে গেছে।। এখন পর্যন্ত গৃহবধুর কোন ফোন কিংবা খোঁজ মেলেনি।