নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙা :: শনিবার ১৯,জুলাই :: স্বামীকে ফিরে পেতে সোসাইটির দারস্থ মহিলা । অতঃপর সোসাইটির পরামর্শে থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন সেই মহিলা । ঘটনাটি মাথাভাঙা ২ নং ব্লকের নিশিগঞ্জ আসমানি ঘাট এলাকার ।
ঘটনা সূত্রে জানা যায় অজিত বর্মন নামে এক যুবক গত পাঁচই জুলাই বাড়ি থেকে বেরিয়ে যায় তার বাজারে মাছের দোকান আছে সেই দোকান খোলার জন্য কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি অজিত তখন তার পরিবারের লোকেরা ফোন করেন এবং তিনি ফোন মারফত জানান আমি রাজস্থানে যাচ্ছি।কিন্তু কেন কি কাজ সে ব্যাপারে এখনও অনিশ্চিত তার পরিবারের লোকেরা। জানা যায় দুই একদিন ফোন মারফত আলাপ আলোচনা হচ্ছিল পরিবারের সাথে কিন্তু তার দুই দিন পর থেকে আর কোনো যোগাযোগ হচ্ছে না অজিতের পরিবারের সাথে।
এমন অবস্থায় প্রায় দুই সপ্তাহ পেরিয়ে যেতেই পুরো ব্যাপারটি নিশিগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস ওয়েল ফেয়ার সোসাইটির সঙ্গে নজরে দেওয়া হয় ।
তারা তৎক্ষনাৎ গিয়ে দেখা করেন তার পরিবারের সাথে এবং সকলের পরামর্শে থানায় গিয়ে মিসিং ডায়েরী করেন তার স্ত্রী । প্রয়াস ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক প্রকাশ বর্মন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক |
আমরা পরিবারের পাশে থেকে প্রশাসনের দারস্থ হয়েছি এবং আগামী দিনে কোথাও আমাদের সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সোসাইটি সর্বদা পরিবারটির পাশে থাকবে ।