নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৪,আগস্ট :: স্বামীর অবৈধ সম্পর্কের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল স্ত্রী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানার পার ঘুমটি গ্রামের ঘটনা ।
হিঙ্গলগঞ্জ ব্লকের কালুতলা গ্রাম পঞ্চায়েতের পার ঘুমটির বিএড কলেজের পাশে দক্ষিণ পারঘুমটির বিভাস মন্ডলের ছেলে রাহুল মন্ডলের স্ত্রী মৌসুমী সরদার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ।
মৃতার দিদির দাবি তার বোনের স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এক মহিলার । তার জেরে আমার বোনের মৃত্যু হয় ।
হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা।