নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ১৯,জুন :: স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। তাদের দুটি সন্তান হলেও তারা থ্যালাসেমিয়া কারণে মারা যায়। বংশ রক্ষার জন্য সন্তান চায় স্বামী। এই কারণেই স্বামীর ইচ্ছায় পাড়ারই এক ব্যক্তির সাহায্যে স্ত্রীর সন্তান গর্ভ ধারণ করার জন্য বারবার ধর্ষণ করে স্ত্রীকে ।
স্বামীর মদতে স্ত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়।নির্যাতিতার পরিবার অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেও রাজনৈতিক নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে নির্যাতিতা। আপাতত বাড়ি ছাড়া। ভয়ে নানান জায়গায় থাকতে হচ্ছে তাকে।
ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। বিষয়টি জানতে পেরে উক্ত রাজিব নস্কর আরও কয়েকজনকে নিয়ে নির্যাতিতার বাড়িতে আসে এবং হামলা চালানোর চেষ্টা করে।যদিও নির্যাতিতার অভিযোগ রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে নির্যাতিতা পুলিশ সুপারের দারস্থ হন। অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে অভিযোগ জমাও দেন। যদিও তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টের দারস্থ হন নির্যাতিতা।কাল এই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হবে।