নিজস্ব সংবাদদাতা :: বীরভূম :: বোলপুর :: সংবাদ প্রবাহ ::  ধান বিক্রয়ের টাকাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী অশান্তির জের। কোদালের কোপ মেরে আদিবাসী স্ত্রীকে খুন করারা অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সিয়ান বেড়গ্রামে।  নিহত আদিবাসী মহিলার নাম পানমনি টুডু (৪৬) । খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ । স্বামী লক্ষীরাম টুডুকে আটক করেছে বোলপুর থানার পুলিশ।
 নিহত আদিবাসী মহিলার নাম পানমনি টুডু (৪৬) । খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ । স্বামী লক্ষীরাম টুডুকে আটক করেছে বোলপুর থানার পুলিশ।  পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। সাতসকালে আদিবাসী গৃহবধূকে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। সাতসকালে আদিবাসী গৃহবধূকে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

