নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১২,জানুয়ারি :: যুগনায়ক,মহামানব, বীর সন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম শুভ জন্মদিবসে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের শ্রদ্ধার্ঘ্য নিবেদন. করা হয়েছে শহীদবাগ মুক্ত মঞ্চের ভিতরে তার সাথে ছোট ছোট স্কুল ছাত্র রা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ।
তার সাথে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শিক্ষক বিপ্লব তালুকদার মহাশয় এবং বাইক অক্সিজেন ম্যান শংকর রায় তার সাথে স্বামী বিবেকানন্দ কে ধুপকাঠি মোমবাতি জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্কুল ছাত্র ছাত্রীরা ।
স্বামী বিবেকানন্দের সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের সম্বন্ধে বিস্তারিত শোনালেন সকলকে শিক্ষক এবং সমাজকর্মী বিপ্লব তালুকদার মহাশয় সকলের হাতে একটি করে স্বামী বিবেকানন্দের বই তুলে দেন তার সাথে ছাত্রছাত্রীদের একটি করে চারা গাছ তুলে দিয়েছেন।

