নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৮,মে :: মানিকচক;গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ।মানিকচকের বাকিপুর লারধুটোলা এলাকার ঘটনা । জানা গেছে মৃত গৃহবধূর নাম বুলটি মন্ডল (৩৪)। পরিবারের স্বামী ও দুই সন্তান রয়েছে।
স্বামী সুকেশ মন্ডল এদিন জানান গত বুধবার স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়। বচসার পরেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় স্ত্রী বুলটি মন্ডল। পরবর্তীতে বিকেলে দুই সন্তানকে টিউশন ফেরত নিয়ে আসা অব্দি স্ত্রী বাড়ি ফেরেনি। রাত্রি হয়ে গেলেও বাড়ি ফেরেনি।
খোঁজাখুঁজির পর রাতে ঘুমিয়ে পড়ে সুকেশ সহ দুই সন্তান। সকালে ছেলেকে শৌচকর্ম করাতে গিয়ে দেখে গোয়াল ঘরে মাচায় ফাঁস লাগিয়ে ঝুলছে স্ত্রী। এরপরেই খবর দেন প্রতিবেশীদের। তড়িঘড়ি নিয়ে আসা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মানিকচক থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত জন্য পাঠিয়েছে।