স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালালচক্র রুখতে কড়া পদক্ষেপ নিল মানিকচক ব্লক প্রশাসন।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৯,ফেব্রুয়ারি :: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালালচক্র রুখতে কড়া পদক্ষেপ নিল মানিকচক ব্লক প্রশাসন। ৭০০ টাকার বিনিময়ে কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিগত কয়েকদিন আগে। ফলে নড়েচড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার মানিকচকের বিডিও করমবীর কেশব ব্লক চত্বরে থাকা প্রায় ১৫ টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

এমনকি বেশ কিছু দালালকে চিহ্নিত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। বুধবার ব্লক প্রশাসনিক ভবনে স্বাস্থ্য সাথী কার্ড করতে এসে ঘুরে যেতে হয় কয়েকজনকে। সেই সময় ব্লক চত্বরে থাকা দালালরা তাদের কাছে ৭০০ টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা দিলেই কার্ড করিয়ে দেওয়া হবে বলে দালালরা তাদের জানায়।

এরপরই সংবাদ প্রবাহ সকালেই এই খবরটি সামনে নিয়ে আসে | কিছুক্ষণের মধ্যেই প্রসাশন তত্পর হয়ে  ওঠে |

এদিন বিকেলে বিডিও ব্লকের বাইরে দেওয়াল ঘেসে থাকা সমস্ত অবৈধ দোকান ভেঙে ফেলার নির্দেশ দেন। ঘটনাস্থলে ডাকা হয় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনীকে। এরপর ভেঙে ফেলা হয় অবৈধ দোকানগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + one =