নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ২১,জানুয়ারি :: স্বাস্থ্য ভবন অভিযানে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই পূর্ব বর্ধমান জেলার, অম্বিকা কালনা স্টেশনে কালনা রেল পুলিশের বাধার মুখে পড়লেন বুধবার একাধিক আশা কর্মী।
অভিযোগ, পনেরোরও বেশি আশা কর্মী টিকিট কেটে স্টেশনে প্রবেশ ও ট্রেনে ওঠার সময় রেল পুলিশ তাঁদের আটকায়।
জানা যায়, বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি। পরে রেল পুলিশের তরফে তাঁদের টিকিট ফিরিয়ে নিয়ে টিকিটের টাকা ফেরত দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আশা কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো, সে বিষয়ে রেল পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

