স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও’র মুখোশের আড়ালে সক্রিয় আইএসআই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১০,জুলাই :: স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও’র মুখোশের আড়ালে সক্রিয় আইএসআই। আর সেই এনজিও’র কাজের অজুহাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থার টার্গেট এখন ভারতীয় সিম কার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চালু করা।

আর তা করতে গিয়েই এবার বাংলায় হাতেনাতে ধরা পড়ল দুই পাকিস্তানি চর। ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা। পূর্ব বর্ধমানের মেমারি থেকে তাদের গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ।শুধু হোয়াটসঅ্যাপ চালুর জন্য ভারতীয় সিম কার্ডের ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানোই নয়, জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের তথ্য এই দুই চরের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে গিয়েছে বলে খবর।

মুকেশ-রাকেশের সঙ্গে আইএসআইয়ের বড় কর্তাদের যোগাযোগের বিরাট তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গেছে। এমনকী ভারতে এই দুই পাক চরের কয়েকজন ‘বস’কেও চিহ্নিত করেছেন গোয়েন্দারা। তাদের খোঁজ শুরু হয়েছে।

অপারেশন সিন্দুর শেষ হতে না হতেই কেন্দ্রীয় গোয়েন্দারা শুরু করেছিলেন অপারেশন মীরজাফর। বিভিন্ন রাজ্য থেকে একের পর এক পাক চরকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =