স্মৃতি–পলাশ সম্পর্কের ইতি: অবশেষে ঘোষণা করলেন ক্রিকেটার

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: সোমবার ৮, ডিসেম্বর :: ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু হলেও শেষমেশ সে গন্তব্যে পৌঁছল না স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের সম্পর্ক।

বিয়ের দিন স্মৃতির বাবার হৃদরোগে আক্রান্ত হওয়া এবং পরে পলাশের একাধিক চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দু’জনের বিয়ে স্থগিত হয়।

তখন থেকেই তাঁদের ব্যক্তিজীবন নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে নিজেই সেই জল্পনায় পূর্ণচ্ছেদ টানলেন ভারতের বিশ্বজয়ী ওপেনার।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্মৃতি স্পষ্ট জানিয়ে দেন—পলাশের সঙ্গে তাঁর বিয়ে আর হচ্ছে না। নিজের সম্পর্কে তিনি লেখেন, “আমি ব্যক্তিগত মানুষ। ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় যেতে চাই না। তবে পরিষ্কার করে জানাচ্ছি, এই বিয়ে বাতিল হয়েছে।”

পাঁচ বছরের সম্পর্কের পর ২৩ নভেম্বর বিয়ের কথা ছিল স্মৃতি–পলাশের। দুই পরিবারই প্রস্তুতি শুরু করেছিল। কিন্তু আচমকা শ্রীনিবাস মন্ধানার অসুস্থতা এবং পরে পলাশের চাপজনিত শারীরিক সমস্যায় পরিস্থিতি বদলে যায়।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে স্মৃতির আচরণে বদল দেখা দিয়েছিল। বিয়ের ছবি সরিয়ে ফেলা, বাগদানের আংটি ছাড়া প্রকাশ্যে আসা—সবকিছু মিলিয়ে জল্পনা আরও বেড়ে যায়। অবশেষে নিজেই ঘোষণা করে সেই জল্পনার অবসান ঘটালেন ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 12 =