স্মৃতি মান্ধানার ঝড়ো ৮০ রানে ভর করে অস্ট্রেলিয়াকে চূর্ণ করলো ভারত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুম্বাই :: রবিবার ১২,অক্টোবর :: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা আবারও দেখালেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে তাঁর দুর্দান্ত ৬৬ বলে ৮০ রানের ইনিংস ভারতকে এনে দিল একতরফা জয় এবং একাধিক নতুন রেকর্ড।

টস জিতে ব্যাট করতে নেমে মান্ধানা শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলেন। পিচে শুরুতে বোলারদের কিছুটা সাহায্য থাকলেও তিনি নিখুঁত টাইমিং এবং শট নির্বাচনের মাধ্যমে তা অতিক্রম করেন। অস্ট্রেলিয়ার বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়—বিশেষ করে এলিস পেরি ও মেগান শাটের বল সহজেই বাউন্ডারি পার করেন তিনি। তাঁর ইনিংসে আসে ১১টি চার ও ২টি ছক্কা।

মান্ধানার এই ইনিংসেই তৈরি হয় একাধিক রেকর্ড—

এটি তাঁর ৫০ ওভারের ফরম্যাটে টানা চতুর্থ অর্ধশতক, যা ভারতীয় ক্রিকেটার হিসেবে নতুন মাইল ফলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ভারতীয় মহিলা ব্যাটারের দ্রুততম ৮০ রান এটি। একই সঙ্গে, তিনি অতিক্রম করেছেন মিতালি রাজ ও হারমনপ্রীত কৌরের কয়েকটি পুরনো রেকর্ডও।

                                                                         মান্ধানার অবদান ছিল সবচেয়ে বড়

ভারতের ইনিংস শেষ হয় ২৯৮/৫-এ, যেখানে মান্ধানার অবদান ছিল সবচেয়ে বড়। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ২৩১ রানে। ভারতের বোলারদের মধ্যে রেনুকা সিং ও দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন।

ম্যাচ শেষে মান্ধানা বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান করা সবসময়ই বিশেষ। দলের প্রয়োজনে ছন্দ বজায় রেখে খেলতে পেরেছি, সেটাই তৃপ্তি।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি স্বীকার করেন, “মান্ধানার ইনিংসটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। ওর নিয়ন্ত্রণ ও আক্রমণ দুটোই অসাধারণ ছিল।” বিশেষজ্ঞদের মতে, এই পারফরম্যান্স শুধু ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ায়নি, বরং মহিলা ক্রিকেটে ভারতের আধিপত্যের নতুন বার্তা দিয়েছে বিশ্বকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =