নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শুক্রবার ২৮,মার্চ :: সৎ ছোট ভাইকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার পলাতক দাদা।একাধিক জায়গায় আত্মগোপন করে থাকার পরও শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত পুলিশের জালে পলাতক অভিযুক্ত।
সুমন দত্ত নামে পলাতক যুবককে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।
কি কারনে ছোট্ট শিশু ভাইকে গঙ্গায় ফেলে দিয়েছিল সৎ দাদা তার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।