সৎ মাকে বদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে খুন করল ছেলে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ থানার অন্তর্গত উদয় কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ায় ঘটে রোমহর্ষক ঘটনা! অভিযোগ, সৎ মাকে বদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে খুন করল ছেলে। অভিযুক্তের নাম বাবলু মিস্ত্রি। তাকে আটক করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণপদ মিস্ত্রি (৫০), তার স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি (৪২), দুই সন্তান বাদল মিস্ত্রি (১৩) এবং সুমিত্রা বিশ্বাস (১০)। গভীর রাতে আচমকা আগুনের আঁচ টের পেয়ে তাঁরা চিৎকার শুরু করেন।

প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির বাইরে থেকে তালাবদ্ধ দরজা কুড়ুল দিয়ে ভেঙে আগুন নেভান। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে চারজনের জ্বলন্ত দেহ, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ঘরের মেঝেতে।

অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সন্ধ্যা মিস্ত্রিকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি-জায়গা সংক্রান্ত বিবাদ থেকেই এই ভয়াবহ ঘটনার সূত্রপাত। মৃত সন্ধ্যা মিস্ত্রি ছিলেন অভিযুক্ত বাবলু মিস্ত্রির সৎ মা।

সকালে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও (সদর সাউথ) অভিষেক মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর তপন কুমার বসাক এবং খণ্ডঘোষ থানার ওসি অনুপ দে। খবর পেয়ে ঘটনাস্থলে যান খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগও। তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =