নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৪,এপ্রিল :: হকারের কাছ থেকে ভুট্টা কিনতে আসে ক্রেতা, দিতে দেরি হওয়ায় ঘুষি মেরে নাক ফাটিয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার ধোপা পাড়া রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা।
ভুট্টা বিক্রেতা জয়নাল মণ্ডল, বসিরহাটের ধোপা পাড়া রেলগেট সংলগ্ন এলাকায় ট্রলি গাড়িতে করে ভুট্টা বিক্রি করছিলেন সেই সময় ভুট্টা কিনতে আসে সুজয় দাস নামে এক ক্রেতা। দোকানদার, ভুট্টা দিতে দেরি করায় তার উপরে চড়াও হয়ে মারধর করে নাক মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ ভুট্টা বিক্রেতার।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর বসিরহাট থানায় অভিযুক্ত সুজয় দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় সুজয় দাস ।