নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নামখানা: :: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সদস্যরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের না ভাঙাতে। স্থানীয় সূত্রে জানা যায়, মাটির তৈরি দুতালা বসতবাড়ি খুব একটা দেখা যায় না এলাকায়। সকালে প্রথম পরিবারের সদস্যরা টের পায় যে বাড়ির পিছন দিকে দেওয়াল থেকে মাটি খসে পড়তে শুরু করে।
বিপদের আভাস বুঝতে পেরে পরিবারের পাঁচ সদস্য তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে। তারপরে চোখের সামনে হুল মুড়িয়ে ভেঙে পড়ে দুতালা মাটির বাড়ি। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আঘাত হেনেছে দক্ষিণ ২৪ পরগনা নামখানাতে। ঘূর্ণিঝড় ‘ সিত্রাং’ প্রভাবে টানা বৃষ্টি তার মাটি দুর্বল হয়ে গিয়েছিল বাড়িটি। তারপর হঠাৎই এই দুর্ঘটনা ।
ইতিমধ্যেই নিজেদের মাথার ওপরে আস্তানা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নামখানা ব্লকের বিডিও ও প্রশাসনের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসনিক আধিকারিকেরা।