হঠাৎ করেই একের পর এক গৃহস্থের বাড়ির ঘরে ও বাইরের বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে।স্থানীয়রা মনে করছেন ব্যাপারটা ভৌতিক – মানেনা বিজ্ঞান মঞ্চ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: হঠাৎ করেই একের পর এক গৃহস্থের বাড়ির ঘরে ও বাইরের বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে।কিন্তু আগুন লাগার কি কারণ তা পূর্ব বর্ধমানের রায়নার উচালন গ্রামের হজরা পাড়ার কেউই বুঝে উঠতে পারছেন না।

রবিবার এমত পরিস্থিতিতে গ্রামের কেউ কেউ মনে করছেন ,এটা অলৌকক কোন ঘটনা হতে পারে। আবার অন্যদের মতে ব্রহ্মশাপে এমন ঘটনা ঘটে থাকতে পারে।আর এইসব কথা লোক মুখে ছড়িয়ে পড়ার পর থেকেই গ্রামের বাসিন্দা মহলে তুমুল আতঙ্ক ছড়িয়েছে।যদিও বিজ্ঞানমঞ্চ মনে করছে ব্রহ্মশাপ বা অলৌকিক ঘটনার ভাবনাটাই ভ্রান্ত।তাদের মতে এমন ঘটনা ঘটানোর নেপথ্যে নিশ্চই কেউ রয়েছে।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সদস্য তাপস কার্ফা বলেন,“এইসব ঘটনার পিছনে তিনি কোন অলৌকিকতা বা ভৌতিক কিছু দেখছেন না। । একই রকম ঘটনা সম্প্রতি জেলার কুসুমগ্রামে ঘটেছিল । তখন বিজ্ঞানমঞ্চ ও পুলিশ যৌথ ভাবে
তদন্ত চালিয়ে ও খোঁজ খবর নিয়ে নিশ্চিৎ হয় মানসিক ভাবে হতাশাগ্রস্ত পরিবারের এক সদস্য ওই ঘটনা ঘটাচ্ছিলেন।

এ ক্ষেত্রেও তেমনটা কিছু হবে বলেই তাপসবাবু মনে করছেন“। তবে বিজ্ঞানমঞ্চের এই দাবি হাজরা পরিবার ও তাঁদের প্রতিবেশীরা কেউ মানতে চান নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =