নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রাত পোহালেই বড়দিন। বড়দিন মানেই নানা স্বাদের কেকের বাহার। এই বছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে গেছে । তাই বড় দিনে কেকের বাজার জমে যাবে বলে মনে করেছিলেন কেক বিক্রেতারা।
কিন্তু হঠাৎ করেই করনা বাড়ার খবরে আবার কমে গেছে কেকের বিক্রি। এমনটা মনে করছেন কেক ব্যবসায়ীরা।তাছাড়া গত বছরের তুলনায় কেকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বড়দিনের আগেও হাসি নেই রাজ্যের কেক ব্যবসায়ীদের মুখে ।