সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: সোমবার ২০ নভেম্বর:: রবিবার সকালে হঠাৎই জয়নগর থানার দক্ষিণ বারাসাতের তিনটি থেকে চারটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেয়া হয় জয়নগর থানাতে ও দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল আসার আগে দোকানের মালিকেরা তড়িঘড়ি আগুন নেভানোর জন্য বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাতের তিনটি দোকানে একই সাথে আগুন লেগে যায়।
কিন্তু একই সাথে তিনটি দোকানে আগুন লাগল কিভাবে এইটাই এখন বড় প্রশ্ন। একটি দোকানের সঙ্গে আরেকটি দোকানের দূরত্ব প্রায় ১০ থেকে ১৫ মিটার। একই সঙ্গে তিন চারটি দোকানে আগুন লাগার বিষয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে। কেউ ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দিয়েছে এই দোকানগুলিতে। তবে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে জয়নগর থানার পুলিশ ও দমকলের আধিকারিকেরা
