নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ১৭,মার্চ :: হঠাৎ শহরে বিজেপির ব্যানার । ব্যানারে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই ২৬ শে বিজেপি চাই । চুঁচুড়া শহরে বিজেপির একটি ব্যানার যা সর্ব ধর্মের দূরত্ব বড়ানোর উদ্যেশ্যেই করা, কিন্তু হয়ে গেল এক্কেবারে উল্টো।
মানুষের মাঝে বিভেদ সৃষ্টির বিজেপির এই প্রচেষ্টায় জল ঢেলে দিল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সোমবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ডাকা সর্বধর্ম সমন্বয় যাত্রায় যোগ দিল শহরের সর্বধর্মের মানুষ |
এই সমন্বয় যাত্রায় যোগ দিয়েছিলেন, হিন্দু মুসলিম শিখ ইশাই বৌদ্ধ জৈন সহ সর্বধর্মের মানুষ, সকলের বক্তব্য একটাই আমরা ভেদাভেদ চাইনা,।