নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: রবিবার ৯,নভেম্বর :: আজ আনুমানিক রাত্রি আটটা নাগাদ বামনহাট থেকে বাজার সেরে বাড়ি ফিরছিলেন উত্তর লাউচাপড়া গ্রামের লুৎফর রহমান বামনহাট চৌপথি থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তার মাঝে ঢোলপার সংলগ্ন এলাকায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় দুজন ব্যক্তিকে।
সে সাইড দিয়ে যাওয়ার জন্য সাইকেলের বেল বাজায় আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাস্তায় থাকা ব্যক্তিরা, সাইকেলের বেল বাজানো মাত্রই তার সাইকেল এর হ্যান্ডেল সামন দিক থেকে আটকে তার ওপর হামলা চালায় ওই দুষ্কৃতিকারীরা ।
ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে লুৎফর, এরপর স্থানীয় মানুষজন ছুটে এলে দুষ্কৃতিকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর লুৎফরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা।।
লুৎফর রহমান জানান তার সাথে ব্যক্তিগত শত্রুতা কারণেই কি কারনেই হামলা তিনিও বুঝে উঠতে পারছেন না। তিনি ওই দুষ্কৃতিকারীদের কাউকেই শনাক্ত করতে পারেনি।
ঘটনা প্রসঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম বলেন হঠাৎ তার উপরে কেন অতর্কিত হামলা হলো সেটা আমরাও বুঝতে পারছি না ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে এলাকার ভিলেজ পুলিশের মাধ্যমে থানায় জানানো হয়েছে।

