কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২,মার্চ :: হবিবপুর চক্রের কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় কিনারা করল পুলিশ। বৃহস্পতিবার রাতে আইহো বাজার এলাকা থেকে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।

সেই ঘটনায় অভিযোগের ভিত্তিতে হবিবপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাত্রিবেলা আইহো বাজার এলাকা থেকে দু জনকে এবং যে চুরির বাসন কিনেছিল বুলবুলচন্ডী স্ট্যান্ড থেকে আরও এক জনকে গ্রেফতার করে। দুই চুরির ঘটনায় শুক্রবার মোট পাঁচজনকে পুলিশ মালদা জেলা আদালতে পেশ করেছে।