নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: মালদা জেলা পুলিশের উদ্যোগে হবিবপুর থানার,আইহো বাস স্ট্যান্ড এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো । এদিন হবিবপুর থানা এলাকায় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতন বার্তা দেওয়া হয়।
সাবধানে চালাও,জীবন বাঁচাও এ স্লোগান কে সামনে রেখে গাড়িচালক ও বাইক চালকদের সিটবেল্ট , হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়। এর পাশাপাশি গাড়ি চালকদের জলের বোতল তুলে দেওয়া সাথে সাথে গাড়ির সামনে ও পেছনে
সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে দেওয়া হয় যাতে গাড়ি চালকেরা সচেতন ভাবে গাড়ি চালায় । এদিন উপস্থিত ছিলেন ট্রাফিকের এ এস আই দিলীপ চন্দ্র মন্ডল সহ সিভিক ভলেন্টিয়াররা।