নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২০,সেপ্টেম্বর :: হবিবপুর থানার অন্তর্গত বৈদ্যপুর অঞ্চল এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বি এস এফ এর হাতে ধরা পড়লো দুই বাংলাদেশী। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের টহলদারি চলাকালীন ভোর চারটা নাগাদ বেশ কয়েকজন সীমান্তবর্তী এলাকায় মোষ নিয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে জমায়েত হয়েছিল,
সূত্রের খবর বিএসএফের জওয়ানদের নজরে আসতেই ৮ রাউন্ড গুলি ফায়ার করে ধাওয়া করে দুই পাচারকারী সহ মহিষ ধরে ফেলে, ওই দুই পাচারকারীকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখন পর্যন্ত জানা গিয়েছে দুই পাচারকারী নাম এনামুল হক বয়স(২১), মোহাম্মদ সানাউল বয়স (২৪) তাদের বাড়ি বাংলাদেশে।