নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৪,মে :: আজ সকাল সাড়ে ১২টা নাগাদ কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের বাড়িতে যান ব্রাত্য বসু। এক ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে গান গাইতে গাইতে বের হন কুণাল। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি এখনও তৃণমূলের তরফে কোনও চিঠি পাইনি। আমি তৃণমূল ছিলাম আছি থাকব। পদ গৌণ। আমাকে দল যেখানে পাঠাবে সেখানেই নির্বাচনি প্রচারে যাব।
আগেই তৃণমূলের সাধারন সম্পাদকের পদ কেড়ে নেওয়া হয়েছিল কুণাল ঘোষের। আর এই ঘটনার পর কুণালের একাধিক বিস্ফোরক মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছিল দল। আর এরপরই পরিস্থিতির মোকাবিলায় ড্যামেজ কন্ট্রোলে নামেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।
শনিবার নিজের গাড়িতে কুণালকে সঙ্গে নিয়ে সোজা চলে যান ডেরেওক ও ব্রায়েনের অফিসে। প্রায় এক ঘন্টা ধরে চলে সেই বৈঠক। রুদ্ধদ্বার কক্ষে সেই বৈঠকের আদি অন্ত কিছুই এপর্যন্ত বাইরে আসেনি | রাজনৈতিক মহলের ধারণা সম্ভবত বিজেপিতে ঠাই হবেনা আশংকা করেই কুনাল সমঝোতার পথেই হাঁটলেন |