নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হবে সারাদেশে । ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে। বিজেপির কর্মী সমর্থকরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা দিয়ে আসছেন এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য।
কিন্তু বর্ধমান শহরে দেখা গেল ভিন্ন চিত্র । বিকৃত জাতীয় পতাকা দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি। সেখানে দেখা যাচ্ছে পতাকাটির সঠিক মাপ নেই । যেখানে আমরা জানি জাতীয় পতাকার দৈর্ঘ্য ৩ মিটার ও প্রস্থ ২ মিটার। সেখানে বিভিন্ন মাপের জাতীয় পতাকা বিলি করা হচ্ছে ।
এছাড়াও জাতীয় পতাকার তিনটি রং গেরুয়া সাদা ও গার সবুজ সেই তিনটি রং এর মধ্যে গেরুয়া রংটিকে বেশি রাখা হয়েছে এবং অপর দুই রংটিকে কম রাখা হয়েছে । আমরা জানি তিনটি রং সমান মাপে জাতীয় পতাকায় থাকে।
এই বিষয়ে বর্ধমান শহরে এক বাসিন্দা জানান, এই ধরনের জাতীয় পতাকা জনসাধারণকে বিলি করা মানে জাতীয় পতাকাকে অপমান করা । এই ধরনের কার্যকলাপ যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে দেশদ্রোহী মামলা করা উচিত । দেশপ্রেম আসে নিজের মনের ভেতর থেকে ।