নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হরিণঘাটা :: বুধবার ২৩,এপ্রিল :: রাজ্য প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড পরিচালিত নদীয়া জেলার হরিণঘাটাতে ৭ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার মুরগী খামারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ।
জানা যায় হরিণঘাটা ফার্মের সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাণিজ্যিক ভাবে নটি শেডে ৫৫ হাজার বয়লার মুরগি চেন পালনের মাধ্যমে কর্পোরেশনের নিজস্ব মাংস উৎপাদন কারখানা সরবরাহের পাশাপাশি এই মুরগি সুলভ মূল্যে হরিণঘাটা লাইভ হিসেবে প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড বাজারজাত করবে।
এই প্রকল্পের বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৪০ জনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে মাংসের ঘাটতি পূরণে অনেকখানি সহায়ক হবে বলে জানা গিয়েছে।