হরিশ্চন্দ্রপুর : সরকারি কাজে বাধা তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতি

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: রবিবার ২৮,এপ্রিল :: সরকারি কাজে বাধা প্রদান করে হুমকি দেখিয়ে তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতি।ধৃতদের শনিবার সাত দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।পুলিস সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম আবু হায়াত,মহম্মদ সাদেক,মহম্মদ জাকির, আফজল হোসেন ও ওয়াহাব আলি।

আবুর বাড়ি চাঁচল থানার রণঘাট গ্রামে। বাকি চার জনের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা রেলস্টেশন রোডের উপর দেগুন মুসলিম পুর এলাকায় পূর্ত দফতরের অধীনে দীর্ঘ পাঁচ মাস ধরে একটি কালভার্ট তৈরির কাজ চলছে।অভিযোগ সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারকে হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করেন ওই পাঁচজন দুষ্কৃতী।

৬ লক্ষ টাকা তোলা দাবি করেন তারা।ঠিকাদার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই পাঁচ দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিস।ঠিকাদার অনিল প্রসাদ বলেন,’এই কাজ শুরু হওয়ার পর থেকেই ওই পাঁচজন দুষ্কৃতি বিভিন্ন অজুহাতে আমাদের কাজে বাধা প্রদান করে এবং অন্যায়ভাবে টাকা দাবি করে।টাকা দিতে না চাইলে আমাদের কর্মীদেরকে হুমকি প্রদানের পাশাপাশি মারধর করে।

এমনকি আমাদের সাইট ম্যানেজার বাবলু আলিকে ফোন করে হুমকি দিয়ে বলেন তিন দিনের মধ্যে ৬ লক্ষ টাকা না দিলে কাজ বন্ধ করে দিবেন এবং ক্যাম্প উড়িয়ে দিবেন।’হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন,’তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না,তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =