নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১০,মে :: শুরু হয়েছে তীব্র দাবদাহ। হাঁসফাঁস করছে মানুষ। হরিশ্চন্দ্রপুরের একাধিক জায়গায় দেখা দিয়েছে জল সংকট। বিশেষ করে বরুই অঞ্চল এলাকায় জলস্তর ভূগর্ভের অনেকটাই নীচে নেমে গিয়েছে।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে আজ,শুক্রবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিদ্যানন্দপুর গ্রামে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৮ লক্ষ টাকা ব্যয়ে সোলার সাবমার্সিবল পাম্পের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।
খুশি এলাকার মানুষ। এদিন রৌদ্রকে উপেক্ষা করে মাথায় গামছা দিয়ে এলাকার একাধিক রাস্তার সমস্যা ঘুরে দেখলেন কর্মাধ্যক্ষ। কংক্রিটের ঢালাই রাস্তা করিয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি।