কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১১,জানুয়ারি :: হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল । সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের। স্ত্রীকে আশঙ্কা জনক অবস্থায় মালদা ট্রান্সফার।
ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার দশ দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবার খুনের ঘটনা ঘটলো। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাত্রে নিজের বাড়ীর বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা, মোহাম্মদ জসীমউদ্দীন (৭০) ও তার স্ত্রী শাহনাজ বিবি (৪৫)। রাত্রে বেলা চিৎকার চেঁচামেচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন।
কেউবা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে। এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাচোল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয়।
এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে শঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা।