নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৪,অক্টোবর :: মালদার যে কয়েকটি দুর্গাপুজোকে ঘিরে বিগত কয়েক বছরে সবথেকে বেশি আকর্ষণ থাকা মানুষের তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা রামকৃষ্ণ ফ্যানস ক্লাবের পুজো । গত বছর উত্তরবঙ্গের সব থেকে বড়় দূর্গা বানিয়ে জেলা জুড়ে তাক লাগিয়েছিল এই ক্লাব।
সমগ্র মালদা সহ পার্শ্ববর্তী জেলা এবং বিহার থেকে ভিড় জমিয়েছিল দর্শনার্থীরা।তবে এবার সব থেকে বড় দুর্গার পর এই বছর তাদের থিম হাজার হাতের দুর্গা। দেবী দুর্গা দশভূজা।দশ হাতেই তিনি মহিষাসুরকে বধ করে হয়েছিলেন মহিষাসুরমর্দিনী।
অশুভ শক্তির বিনাশের পর শুরু হয়েছিল দেবিপক্ষ।দেবী সেই দশ হাতেই বিশ্বব্রহ্মাণ্ড চালান।দেবীর দশ হাত হাজার হাতের সমান।হাজার হাতের দুর্গার মাধ্যমে সেই ভাবনায় ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা।
রবিবার দিন অষ্টমীর সন্ধ্যায় পিপলা রামকৃষ্ণ ফ্যানস ক্লাবের হাজার হাতের দুর্গা মণ্ডপে ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। পিপলা রামকৃষ্ণ ফ্যানস ক্লাবের সম্পাদক হলেন হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য বুলবুল খান।তাই প্রত্যেকবারই এই পুজোকে কেন্দ্র করে গড়ে ওঠে এক সম্প্রীতির পরিবেশ।ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মেতে উঠে দেবীর আরাধনায়।