হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা‌ উপ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: চিকিৎসক মাত্র দুইজন। পরিকাঠামোর অভাব। সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা নেই। সমস্যায় রোগী ও তাঁদের পরিজন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা‌ উপ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

উপ স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ পরিদর্শন করে শীঘ্রই পরিকাঠামো উন্নয়ন ও ভালো চিকিৎসা পরিষেবার আশ্বাস দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্ৰামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমওএইচ ছোটন মন্ডল ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,‌ ১৯৫২ সালে কুশিদার জমিদার রামকৃষ্ণ সরকারের দানকৃত ৬ বিঘা জমির উপর গড়ে উঠে কুশিদা স্বাস্থ্য কেন্দ্র। পরবর্তীতে আরও ৪ বিঘা জমি দান করেন তাঁর প্রজন্মরা। ২০১৫ সালে কুশিদা উপ স্বাস্থ্য কেন্দ্র ভবনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুশিদা অঞ্চলের অসংখ্য মানুষ বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন।

১০ শয্যা বিশিষ্ট উপ স্বাস্থ্য কেন্দ্রে দুইজন চিকিৎসক,পাঁচ জন নার্স, একজন স্থায়ী ও তিনজন অস্থায়ী সাফাই কর্মী ও চারজন স্থায়ী জিডিএ(GDA) রয়েছে। উপ স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে, সরকারি অ্যাম্বুলেন্সের কোনও পরিষেবা নেই।‌

জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী বলেন, কুশিদা উপ স্বাস্থ্য কেন্দ্র ও বরুই স্বাস্থ্যকেন্দ্রে নানান পরিকাঠামোর অভাব রয়েছে। রাজ্য স্বাস্থ্য ভবনে সমস্যার কথা জানানো হবে। ধীরে ধীরে পরিকাঠামো উন্নয়ন করা হবে এবং ভালো চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =