নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: আজ কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং হলদিবাড়ি ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিবাড়িতে অনুষ্ঠিত হল এক জাঁকজমকপূর্ণ মেগা বাইক মিছিল।
এই বাইক মিছিলের মূল লক্ষ্য ছিল আগামী ২১শে জুলাই ঐতিহাসিক শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করা এবং কেন্দ্রের বিজেপি সরকারের প্রস্তাবিত NRC (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস)-র বিরুদ্ধে গণআন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া।
মিছিলটি হলদিবাড়ি শহর ছাড়াও আশেপাশের গ্রামীণ এলাকাগুলি পরিক্রমা করে। রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হয় প্রতিবাদী স্লোগান—
মিছিলকারীরা জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি সমাজের উপর চরম অবিচার, নিপীড়ন ও পরিচয় সংকট সৃষ্টি করা হচ্ছে— যার বিরুদ্ধে যুব সমাজ আর চুপ করে থাকতে রাজি নয়।
আজকের এই মিছিল ছিল শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং একটি শক্তিশালী বার্তা— বাংলার যুব সমাজ জাগ্রত, সংগঠিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সম্মান ও অধিকার রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন — মেখলিগঞ্জ বিধানসভার সন্মানীয় বিধায়ক শ্রী পরেশ চন্দ্র অধিকারী ,কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন, কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডঃ অঙ্কিতা অধিকারী,
হলদিবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি গোপাল রায়,হলদিবাড়ি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত কুমার রায়,হলদিবাড়ি শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রদী সিনহা,হলদিবাড়ি শহর তৃনমূল কংগ্রেসের সভানেত্রী পূরবী রায় প্রধান,হলদিবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি মানস রায় বসুনিয়া
হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শ্রী শঙ্কর কুমার দাস,এছাড়াও যুব নেতা নুর আলম সরকার,খতিবর রহমান সহ শাখা সংগঠনের অন্যান্য বিশিষ্ট তৃনমূল নেতা ও অগণিত কর্মী সমর্থক।