নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বুধবার ২২,অক্টোবর :: হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনা । শনিবার হলদিবাড়ি ব্লকের উত্তর বড়ো হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সর্দার পাড়া মোড়ের সামনে এই ঘটনা ঘটে।
তবে ঘটনায় কোনো বড়সড়ো হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে খবর, দু’জন আরোহী সহ একটি বাইক অতিরিক্ত গতিতে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল।
সর্দার পাড়া মোড়ের সামনে হঠাৎ এক সাইকেল আরোহীকে সামনে দেখতে পেয়ে বাইক চালক নিয়ন্ত্রণ হারান। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইকটি ছিটকে গিয়ে প্রধান সড়কের পাশে পড়ে যায় এবং বাইকে থাকা দুই যুবক গুরুতর আহত হওয়া থেকে রক্ষা পান। অন্যদিকে, সাইকেল আরোহী অক্ষত থাকলেও সাইকেলটি ভেঙ্গে যায়।
দুর্ঘটনার পরই এলাকার স্থানীয় লোকজন বাইকের আরোহী যুবক দুজনকে আটক করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ এরপর দুই যুবক ও দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে যায়। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের ধারণা।