নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শুক্রবার ১০,অক্টোবর :: শুক্রবার নতুন হলদিবাড়ি ও মেখলিগঞ্জ রাজ্যসড়কের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে তিনজন। একটি বিলাসবহুল চারচাকা ওয়াগনআর একটি বাইক ও একটি টোটো একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলদিবাড়ির দিক থেকে একটি বাইক পেট্রোল পাম্পে তেল ভরার জন্য প্রবেশ করার সময় দ্রুত গতিতে ওয়াগনার গাড়িটি একটি বাইক কে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি ছিটকে যায় এবং একই সময়ে উল্টো দিক থেকে আসা টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই উল্টে যায়।এই দুর্ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাইক চালক এবং টোটোর দুই যাত্রী রয়েছেন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠান। অন্যদিকে, টোটোয় থাকা দুই আহত যাত্রীকে স্থানীয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ।
আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎক রা। আহতদের মধ্যে বাপ্পা দেব সিংহ জানান, দ্রুত গতিতে থাকার জন্যই এই বিপত্তি ঘটে।