নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বুধবার,০৭ জানুয়ারি :: সোমবার হলদিবাড়ি SIR সহায়তা কেন্দ্রে এলেন সদ্য মেখলিগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটরের দায়িত্ব পাওয়া পার্থপ্রতিম রায়। এদিন হলদিবাড়িতে ঢোকার পরেই প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের সঙ্গে দেখা করেন তিনি।
প্রাক্তন বিধায়কের তরফ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। এরপর হলদিবাড়ি বিডিও অফিস সংলগ্ন SIR সহায়তা কেন্দ্রে যান।
তার সাথে ছিলেন হলদিবাড়ির প্রাক্তন ব্লক সভাপতি গোপাল রায়, কৃষাণ খেতমজদুরের ব্লক সভাপতি শামসের আলী সরকার, INTTUC ব্লক সভাপতি রাজেশ সরকার সহ হলদিবাড়ির অন্যান্য নেতৃত্ব ও মেখলিগঞ্জ এর নেতৃত্বরা।
এদিন তিনি এস.আই.আর সহায়তা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।এরপর সেখান থেকে বের হয়ে অর্ঘ্য রায় প্রধান সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপার সঙ্গে দেখা করেন।

