নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাঁসখালি :: হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুলিশের জালে ধরা পড়েছিল মূল অভিযুক্ত সোহেল গোয়ালী সহ তার বন্ধু প্রভাকর পোদ্দার। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও এক অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেপ্তার করে। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এর পাশাপাশি নির্যাতিতার পরিবারের ডিএনএ নমুনাও সংগ্রহ করে সিবিআই।তদন্তকারী সংস্থা ঘটনাস্থল থেকে রক্তমাখা চাদর এবং শ্মশান থেকে পুরা জামা কাপড় সংগ্রহ করে ছিল সেগুলি ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষার জন্য দিল্লি ফরেনসিক দপ্তরে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে তদন্ত অনেকটা এগিয়ে যাবে বলেই মনে করছে তদন্তকারী প্রতিনিধিদল।যে শ্মশানে ওই নাবালিকাকে দাহ করা হয়েছিল সেই শ্মশানে গিয়ে সেখানকার যে বৃদ্ধ শ্মশান দেখাশোনা করতেন তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।অন্যদিকে মঙ্গলবার সিবিআইয়ের প্রতিনিধিদল মৃত নাবালিকার বাড়িতে যান। দীর্ঘক্ষন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।