হাইকোর্টের জোর তলব ! সকালেই বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: টেট পাশ না করেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল সহ পাঁচ আত্মীয় ও ঘনিষ্ঠ’র বিরুদ্ধেও প্রাথমিকে শিক্ষকের চাকরি’র পাইয়ে দেওয়ার অভিযোগ করলেন আইনজীবী ফিরদৌস শামিম। শুধু সুকন্যা মণ্ডলই নন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির পাঁচ আত্মীয় ও ঘনিষ্ঠর বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়েছে।

পাশাপাশি অভিযোগ যে, শিক্ষিকার চাকরির নিয়োগ পাওয়ার পর সুকন্যা মণ্ডল একদিনও বোলপুর কালীকাপুর প্রাথমিক স্কুলে পড়াতে যাননি। হাজিরার জন্য তার বাড়িতে রেজিস্ট্রার খাতা আনা হত।প্রাথমিকের শিক্ষিক পদে চাকরির জন্য অন্যতম শর্ত হচ্ছে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কিন্তু সেই পরীক্ষাতেই সুকন্যা মণ্ডল সহ পাঁচ আত্মীয় ও ঘনিষ্ঠর বিরুদ্ধেও পাস না করার অভিযোগ উঠছে।

অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে সুকন্যা সহ বাকি অভিযুক্তদের টেট পাসের সংশাপত্র ও নিয়োগের নথি সহ আদালতে হাজিরা দিতে হবে। অন্যথায় কড়া পদক্ষেপ গ্রহণ করবে মহামান্য হাইকোট। এদিন সকালেই বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল সহ পাঁচ আত্মীয় ও ঘনিষ্ঠ ।

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, বৃহস্পতিবার অনুব্রত কন্যা–সহ তাঁর পাঁচ আত্মীয়কে দুপুর তিনটের মধ্যে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে। আর তাঁদের আদালতে হাজির করানোর বিষয়টি নিশ্চিত করতে হবে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে। সেই নির্দেশও দিলেন বিচারপতি। এই নির্দেশ দিতেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =