নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ৪,জুলাই :: কসবা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। যতদিন পর্যন্ত রাজ্যের কলেজগুলোতে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে ইউনিয়ন রুম। এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট।
রাজ্যের প্রত্যেকটি কলেজে ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিতে না দিতেই নদিয়ার একটি কলেজে ইউনিয়ন রুমে ঝোলানো হলো তালা । আর সেই মতো ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হল নদিয়ার মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে।
একই সাথে ইউনিয়ন রুম বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে ইউনিয়ন রুমের দরজায়। কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর ঘোষ জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের কাছে নির্দেশ এসেছে ইউনিয়ন রুম বন্ধের। আর সেই মতো আজ নোটিশ দিয়ে ইউনিয়ন রুমের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে।