নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ২৪,আগস্ট :: হাইকোর্টের নির্দেশ বৃহস্পতিবার দিঘার মেরিন ড্রাইভ সংলগ্ন চারটি বেআইনি হোটেল উচ্ছেদের জন্য আসেন দীঘা শংকরপুর উন্নয়ন দপ্তরের আধিকারিক ও স্থানীয় কোস্টাল থানার পুলিশ।
পুলিশ আসার আগেই গ্রামবাসীরা প্রতিবাদে নামেন। রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে প্রতিবাদ করেন তারা । তাদের দাবি শুধু এই চারটি হোটেল নয় দীঘায় এধরনের একাধিক হোটেল রয়েছে। ভাঙতে হলে সবগুলি ভাঙা হোক।
যখন এই হোটেলগুলি তৈরি হচ্ছিল তখন প্রশাসন কোথায় ছিল। একাধিক দাবি নিয়ে তারা প্রতিবাদ শুরু করে। পুলিশে এলে পরিস্থিতি ধস্তাধস্তিতে পরিণত হয়।দীর্ঘ কয়েক ঘণ্টা আলোচনার পরও সমস্যা মেটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। হোটেলে ভাঙার কাজ শুরু করা হয়।
যদিও এখন এখনো জট কাটেনি। চারিদিকে বিক্ষিপ্তভাবে রয়েছেন গ্রামবাসীরা। নতুন করে সমস্যা তৈরি হলে পরিস্থিতি মোকাবেলায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।