নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: হাইকোর্টের নির্দেশে দুর্গাপুর পুরসভার সমস্ত টোলট্যাক্স থেকে টোল আদায় বন্ধ হয়ে গেল । হাইকোর্টের নির্দেশ হাতে পাওয়ার পর পুরকমিশনার সমস্ত টোল বন্ধ করতে বলেন। কয়েকজন পুর আধিকারিক ও কর্মীরা সমস্ত টোলে গিয়ে টোলা আদায় বন্ধ করার নোটিশ চিটিয়ে দেন।
এর ফলে দুর্গাপুর পুরসভার বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হওয়ার আশাঙ্কা রয়েছে। এই ব্যাপারে পুরো প্রশাসক অনিন্দিতা মুখার্জি জানালেন গভমেন্ট এপ্রুভাল নেবার কথা ছিল সেটা নেয়া হয়নি আমি তো সবেমাত্র এসেছি আবহমান কাল থেকে যেভাবে টোল আদায় চলে আসছিল এখন সম্প্রতি নির্দেশ হয়েছে সরকারি অ্যাপ্রুভাল লাগবে সেইভাবে অলরেডি আমরা কলকাতায় গেছি এবং কথাও বলেছি,
যেটা প্রসিডিওর আছে সেটা আমরা করব, এখন আপাতত সাতটা টোল বন্ধ রাখবো। যারা আমাদের কাছ থেকে টোল গুলো নিয়েছিল তাদের কোন ক্ষতি না হয় আবার হাইকোর্ট নির্দেশ দিলে তখন আমরা দেখব এক্সটেনশন করে তাদের যাতে না ক্ষতি হয় সেটা আমাদের দেখতে হবে।