হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের জীবন্তি এলাকায় ভাঙা হল অবৈধ নির্মাণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ২৪,জুলাই :: ভরতপুর বড়ঞার পর এবার মুর্শিদাবাদের কান্দি থানার জীবন্তি এলাকায় ভাঙা হলো অবৈধ নির্মাণ । পুর্ত দপ্তরের জায়গায় তৈরি হয়েছিল ৯টি দোকান ঘর । হাইকোর্টের নির্দেশে সোমবার সকাল থেকে শুরু হল সেই দোকান ঘর ভাঙার কাজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

প্রসঙ্গত জীবন্তি বাজারে ৩৪১৬ , ৩৪১৭ এবং ৩৪১৮ দাগের উপর ২০২২ সালের মে মাসে প্রথম কেস করেছিলেন সুভাষচন্দ্র । সেই কেসের ভিত্তিতে হাইকোর্ট থেকে ভেঙে ফেলার প্রথম অর্ডার হয়েছিল । যদিও এই অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মানুয়ার সেখ, হাওয়াজ আলি সহ নয়জন দোকানদার।

এরপর হাইকোর্টের পক্ষ থেকে জেলা শাসক এবং মহকুমা শাসককে .তদন্ত নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতো ২০২৩ সালের জুন মাসের ১৪ তারিখ ভাঙার নির্দেশ হয়েছিল। সেই অর্ডার ভিত্তিতে সোমবার জীবন্তি বাজারের নয়টি অবৈধ দোকান ভেঙে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =