নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: গতকাল সন্ধ্যা সাতটা। মেজিয়ার সীতারামপুর গ্রাম সংলগ্ন একটি হাইটেনশন লাইনর টাওয়ারের উপর আচমকাই উঠতে শুরু করলেন এক মহিলা। নিমেষেই সেই মহিলা পৌঁছে গেলেন হাইটনশন টাওয়ারের একদম মধ্য চূড়ায়।
আর একেই বলে কপালের নাম গোপাল। হাইটেনশন লাইনের টাওয়ারে চালু থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুত কোন আঁচই লাগলো না মহিলার।
দীর্ঘ ক্ষণ হাই টেনশন টাওয়ারের উপরেই বসে থাকলেন মহিলা। খবর দেওয়া হয় মেজিয়া থানায়। নিচে নেমে আসতে বহু কাকুতি মিনতি করা হলো তাকে। কিন্তু দিব্যি সেইখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকলেন ওই মহিলা।
পরিস্থিতি বেগতিক দেখে ডাকা হল দমকল বিভাগকে। তাদের পক্ষেও সম্ভব হলো না ওই মহিলাকে নিচে নামানো। অবশেষে খবর দেওয়া হয় দামোদর ভ্যালি কর্পোরেশন এবং সিভিল ডিফেন্স কে।
সিভিল ডিফেন্স দমকল পুলিশ এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের যৌথ উদ্যোগে রাতভর অভিযানের পর ভোর পাঁচটা নাগাদ নামানো সম্ভব হয় ওই মহিলাকে। তবে মহিলার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি মহিলাটি মানসিক ভারসাম্যহীন।