হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৬,মার্চ :: চাকরি হারালেন তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে।

আদালতের পর্যবেক্ষণ, ‘হাওড়া স্কুলের শিক্ষক নেতা চাকরি পেয়েছেন দুর্নীতি করে। তাই তিনি চাকরিতে বহাল থাকতে পারবেন না।’ সঙ্গে এও বলা হয়েছে, এই নির্দেশ আজ থেকেই কার্যকরী হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে শ্লীলতাহানির অভিযোগে সিরাজুল ইসলামকে চাকরি হারাতে হয়েছিল। এরপর তাঁর নাম জড়ায় নিয়োগ দুর্নীতিতে। এতকিছুর পরও তাঁকে হাওড়া জেলায় তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বের খবর চাউর হতেই ফের মামলা হয় কলকাতা হাইকোর্টে।

প্রথমে শ্লীলতাহানি পরে নিয়োগ দুর্নীতি উভয় অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। নানা অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে সিরাজুলকে শিক্ষা সংক্রান্ত পদে নিয়োগ করা হল, জানতে চায় আদালত।

এফআইআর-এর কারণে নিজের চাকরি জীবনে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন সিরাজুল। আজ সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সাফ জানান, সিরাজুলের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। আজই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হল।

সংবাদ সূত্র সৌজন্য ::  উত্তরবঙ্গ সংবাদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =