নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শুক্রবার ২৮,জুন :: হাই টেনশন লাইনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ঠিকা কর্মীর গুরুতর যখম আরো তিনজন। আহতদের চিকিৎসার জন্য আনা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও একসাথে কাজে বেরিয়েছিল জয়নগর থানার অন্তর্গত উত্তর পাড়া নিচ গ্রামের পাঁচ যুবক। এরা সকলেই বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মী। শুক্রবার সকালে যখন ধামুয়া শ্যামপুর এলাকায় হাই টেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করছিল ঠিক সেই সময় ভুলবশত ওই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলে তড়িতাহত হন ৫ ঠিকা কর্মী ।
সাথে সাথে এলাকার মানুষ বিদ্যুৎপৃষ্ঠ পাঁচ ঠিকা কর্মীকে চিকিৎসার জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান, দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম সালমাতুল লস্কর ও মেরেরাজ মন্ডল। তবে বাকি তিনজনের চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজনের জখমের মাত্রা বেশি থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।