সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ৭,সেপ্টেম্বর :: রাত নামলেই রাস্তায় শুরু হয় বাইক নিয়ে রেসিং এবং স্টান্ট । হাই পিকআপ বাইক নিয়ে সারারাত চলে দৌরাত্ম্য। আর এই বাইক দৌরাত্ম্যে জেরে মৃত্যু হল এক পথচারীর। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বিশালাক্ষীতলা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পথচারীর নাম জয়ন্ত মন্ডল (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরছিলেন এই জয়ন্ত বাবু ।
সেই সময় তাকে পিছন থেকে একটি হাই পিকআপ মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে যান তিনি । স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যায় ।
সেই সময় বেগতিক দেখে চালক বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বাইক চালককে আটক করে। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জয়ন্ত বাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক খবর পরিবারের কাছে পৌঁছালে মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
বারুইপুর থানার পুলিশ পৌঁছে ঘাতক বাইকটিকে এবং বাইক চালককে আটক করে থানায় নিয়ে যায় । মৃতের আত্মীয় গৌরাঙ্গ মন্ডল জানান, প্রতিদিন রাতে বারুইপুরের বাইপাসে শুরু হয় বাইক রেসিং ।
হাই পিকআপ গাড়ি নিয়ে সুভাসগ্রাম , মল্লিকপুর থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকা ছেলেরা এখানে ভিড় জমায়। শুরু হয় বাইকের দৌরাত্ম।
আমার দাদা রাতে কাজ থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল । সেই সময় একটি হাই পিকআপের বাইক পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে । এই দুর্ঘটনার জেরে আমার দাদা ১০ থেকে ১২ ফুট দূরে ছিটকে পড়ে যায়।
আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আমরা চাই এই মর্মান্তিক দুর্ঘটনার পিছনে যে বাইক চালক রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।