নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ৮,জানুয়ারি :: হাওড়ার আন্দুল স্টেশন সংলগ্ন মাড়োয়ারি বাগান মাঠে জেলার কিষান মোর্চার সভা থেকে বিজেপির পরবর্তী পদক্ষেপ জানালেন বিজেপির রাজ্য সভার সংসদ স্বপন দাসগুপ্ত। তিনি বলেন, ‘ দীর্ঘ শতকের লড়াইয়ের পর ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, এটা কোনো সাধারণ মন্দির উদ্বোধন নয়, এর প্রভাব ধীরে ধীরে সুদূরপ্রসারী হবে।
এটা শুধু বিজেপির নয়, ভারতের আপামর সম্প্রদায়ের একটা আবেগ। ২২ জানুয়ারি আরও বেশি আবেগে ভাসবে। এর মাধ্যমে ভারতের আত্মসন্মান প্রকাশ পাচ্ছে। এরপর আরও অ্যাজেন্ডা রয়েছে। যার মধ্যে সিএএ , ইউনিফর্ম সিভিল কোর্ট রয়েছে। ভারতীয় জনতা পার্টির যা যা অ্যাজেন্ডা ছিল আমরা সেগুলোকে একে একে বাস্তবায়ন করছি। এরমধ্যে অনেক বাধা বিঘ্ন ছিল। সেগুলো কাটিয়ে উঠে এগোতে হচ্ছে। সিএএ আমি আশা করছি ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়ে যাবে। তার পরে ইউনিফর্ম সিভিল কোর্ট রয়েছে।