নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: হাওড়ায়, বুধবার গভীর রাত্রে পুলিশকে লক্ষ্য করে গুলি।হুগলি চন্ডীতলার আই সি জয়ন্ত পালকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি । হাওড়া শিবপুরের পার্বতী সিনেমার ঘোষ পেট্রোল পাম্পের সামনে ঘটনা। গুরুতর আহত অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
আইসি নিজেই গাড়ি চালাচ্ছিলেন পাশে আসনে একজন ভদ্রমহিলাও ছিলেন। কিভাবে গুলি চলল সে নিয়ে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। গাড়িটিকে ফরেন্সি রিপোর্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গুলি চলা কান্ড কে নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।